নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া অবৈধভাবে সয়াবিন তেল মজুত ও বোতলজাত সয়াবিন তেলকে খোলা তেল হিসেবে বিক্রি করায় ওই দোকানগুলোকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোনাইল বাজারে নাটোর জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার জোনাইল বাজারের মোল্লা ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৪০০ লিটার, রূপম স্টোর থেকে ১ হাজার লিটার, মিতা স্টোর থেকে ৬০০ লিটার, বিল্লাল স্টোর থেকে ১০০ লিটার ও দেবাশীষ স্টোরের গুদাম থেকে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
পরে এই পাঁচটি দোকানকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স দেবাশীষ স্টোরকে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।